হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
.صَومُ شَعبانَ یَذهَبُ بِوَسواسِ الصَّدرِ وَ بَلابِلِ القَلبِ
শা’বান মাসের রোজা- অন্তরের ওয়াসওসা (কুমন্ত্রণা, দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহপ্রবণতা) এবং জীবনের উদ্বেগ ও বালা-মুসিবত দূর করে।
[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ১০২; আল-খিসাল, পৃষ্ঠা- ৬১২]
আপনার কমেন্ট